Visa Application
যেহেতু আমাদের দেশে ইস্তোনিয়ার কোন দূতাবাস বা কনস্যুলেট নেই। সেহেতু আপনাকে ভিসার জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যেতে হবে। কিভাবে ইন্ডিয়ার ভিসার আবেদন করবেন এবং কিভাবে যাবেন বিস্তারিত জানতে -http://studyinestoniafrombd.blogspot.com/p/india-tour.html এই লিঙ্কটি দেখুন।
ইন্ডিয়া তে এস্তনিয়ান এম্বাসির website- http://www.newdelhi.vm.ee/embassy
2. কিভাবে এস্তনিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবেনঃ
I. প্রথমে আপনাকে https://broneering.mfa.ee/en/ এই লিঙ্কে ক্লিক করে ভিসা এপয়েন্টমেন্ট নিতে হবে।
I. a. আপনাকে C/D Visa এর জন্য আবেদন করতে হবে। C/D Visa হলো প্রাথমিক ভাবে এস্তনিয়াতে আসার জন্য একটি ৯০/১২৪ দিনের জন্য একটি ভিসা। আপনার ক্লাস যদি দ্রুত শুরু হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, তাহলে আপনাকে D Visa এর জন্য আবেদন করতে হবে। এবং তখন TRP এর জন্য এস্তনিয়াতে এসে তারপর আবেদন করতে হবে। C/D Visa এর জন্য নিচের লিংক এ ক্লিক করুন- https://eelviisataotlus.vm.ee/eng/page/1/13uzfnrkhgfr97nf3kzkn1agx48q3eemfyckcuvk0010xf5rpv12m29aw8qpcu2ij5slpdvf4n5ss097m10yuzygxfw0zp89krkz
II. আপনাকে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। নিচের লিংক এ ক্লিক করুন- https://www2.politsei.ee/dotAsset/527917.pdf এই লিঙ্কে ক্লিক করে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের ফর্মটি ডাউনলোড করুন এবং ফিলাপ করে প্রিন্ট করে নিন।
III. ক্লোজ রিলেটিভ ফর্ম। এই লিংক থেকে https://www2.politsei.ee/dotAsset/527909.pdf ডাউনলোড করুন।
3. টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবেঃ
https://www2.politsei.ee/en/teenused/residence-permit/tahtajaline-elamisluba/oppimiseks/index.dot এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন। অথবা নিচের লিংক থেকে দেখে নিন। http://studyinestoniafrombd.blogspot.com/p/documentation.html
সকল আবেদন প্রক্রিয়া শেষ হলে এবার Appoinment Date অনুযায়ী INDIA যাওয়ার প্রস্তুতি নিন। আরো কিছু জানার থাকলে আমাদের জিজ্ঞাস করতে পারেন। ধন্যবাদ।
নোটঃ এস্তোনিয়ান ভিসা প্রসেস হতে ০৩ মাস সময় লাগে। ভিসা ইন্টারভিউ পর কিছুদিন পর পর আপনার ই-মেইল চেক করবেন। যাতে আপনার ইউনিভার্সিটি বা এম্বাসির কোন ই-মেইল আসলেই সাথে সাথে জবাব দিতে পারেন। কেননা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্স পারমিট এপ্রুভ হতে সময় বেশি নেয়। তাই অন টাইমে ক্লাস যোগদানের জন্য এম্বাসি শর্ট টার্ম ভিসা আবেদন করার পরামর্শ দিতে পারে। এম্বাসির এইরূপ পরামর্শ পাবার পর, অতি দ্রুত আপনাকে নিউ দিল্লি গিয়ে শর্ট টার্ম ভিসার আবেদন করতে হবে এবং শর্ট টার্ম ভিসা আপনাকে ৭ দিনের ভিতর দিবে। এরপর টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে ইস্তোনিয়া যাবার পর নিতে হবে। ভয়ের কিছু নেই, আপনি চাইলে একই সাথে শর্ট টার্ম ভিসা এবং TRP application জমা দিতে পারবেন। এবং ৭ দিন INDIA থেকে D ভিসার রেজাল্ট নিয়েই আসতে পারবেন।
নোটঃ এস্তোনিয়ান ভিসা প্রসেস হতে ০৩ মাস সময় লাগে। ভিসা ইন্টারভিউ পর কিছুদিন পর পর আপনার ই-মেইল চেক করবেন। যাতে আপনার ইউনিভার্সিটি বা এম্বাসির কোন ই-মেইল আসলেই সাথে সাথে জবাব দিতে পারেন। কেননা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্স পারমিট এপ্রুভ হতে সময় বেশি নেয়। তাই অন টাইমে ক্লাস যোগদানের জন্য এম্বাসি শর্ট টার্ম ভিসা আবেদন করার পরামর্শ দিতে পারে। এম্বাসির এইরূপ পরামর্শ পাবার পর, অতি দ্রুত আপনাকে নিউ দিল্লি গিয়ে শর্ট টার্ম ভিসার আবেদন করতে হবে এবং শর্ট টার্ম ভিসা আপনাকে ৭ দিনের ভিতর দিবে। এরপর টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে ইস্তোনিয়া যাবার পর নিতে হবে। ভয়ের কিছু নেই, আপনি চাইলে একই সাথে শর্ট টার্ম ভিসা এবং TRP application জমা দিতে পারবেন। এবং ৭ দিন INDIA থেকে D ভিসার রেজাল্ট নিয়েই আসতে পারবেন।
No comments