Admission Procedure




ভর্তি প্রক্রিয়া

প্রতি বছর এস্তনিয়ায় ইউনিভার্সিটিগুলোতে একটা মাত্র সেমিস্টার অর্থাৎ Fall সেমিস্টার এ মাস্টার্স এ ছাত্র ছাত্রী ভর্তি করা হয়। ২০১৯-২০২০  সালের Fall সেমিস্টারে ভর্তির আবেদনপত্র গ্রহন করা হবে আগামী বছর ২ জানুয়ারী থেকে ১৫ মার্চ পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা DREAM APPLY তে অনলাইনে আবেদন করতে পারবে। application fee 50 EUR - 100 EUR.


  • Admissions timeline

  • Programmes in English: Jan 2 - March 15
  • Admission Result- Master's level programmes in English by May 15, at latest
  • Academic year starts: September 3

ভর্তি যোগ্যতা

বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কোর চায়। তবে সরব নিন্ম টোফেল TOEFL (iBT) এ ৭৫ স্কোর অথবা আইইএলটিএস (IELTS) এ কমপক্ষে ৫.৫ স্কোরসহ অনার্স / মাস্টার্স বা এর সমমান ডিগ্রীধারী যেকোন ব্যক্তি আবেদন করতে পারে। এস্তনিয়াতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য বয়স কোন বাধা নয়।


যেভাবে ভর্তির আবেদন করবেন

এস্তনিয়ায় সকল ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া হয় একটি মাত্র অনলাইন সিস্টেমে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে DREAM APPLY তে অনলাইনে আবেদন করতে। আলাদা করে কোন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কোন সিস্টেম নাই। DREAM APPLY  থেকে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি ও পছন্দের বিষয় সিলেক্ট করতে পারবেন। তবে ভর্তির আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই কিছু ডকুমেন্টেশন এর কাজ করতে হবে। এ জন্য আপনারা আগে আমাদের ডকুমেন্টেশন পেজ টি দেখে আসুন। 

DREAM APPLY  এ শুরু থেকে শেষ-

প্রথমে আপনি DREAM APPLY ক্লিক করে ওয়েব সাইট এ ঢুকুন, তারপর সেখানে Become an applicant এ ক্লিক করে আপনার বিস্তারিত দিন।







অথবা আপনারা চাইলে পুরো আপ্লিকেশন পদ্ধতিটি YouTube এ দেখতে পারেন। এখানে ক্লিক  করুন। 

আশা করছি আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। চলুন এবার দেখা যাক অন্যান্য বিষয় গুলো। Admission Process শেষ হওয়ার পর এখন যে বিষয়টি নিয়ে  আপনাদের কাজ করতে হবে, তা হলো এস্তনিয়ার ভিসা প্রসেসিং। Visa Application পেজ থেকে আপনারা ভিসা প্রসেসিং এর উপর সকল ধারণা পেয়ে যাবেন। 


প্রতিবছর বংলাদেশ থেকে উল্লখযোগ্য সংখ্যক ছাত্র ছাত্রী উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউএসএ, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায়। বৃটেন, অস্ট্রেলিয়া বা কানাডার প্রতি অধিকাংশ বিদেশ গমনেচ্ছু ছাত্র ছাত্রীদের আকাঙ্খা থাকলেও বিগত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে এস্তনিয়া, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও জার্মানিতে বেশকিছু বাংলাদেশি শিক্ষার্থীর আগমন ঘটেছে। এখানে অবশ্য আমি এস্তনিয়ায় পড়াশুনার ব্যাপারে কয়েকটি ভাল দিক নিয়ে কিছু কথা বলব। কেউ যদি সত্যিকার অর্থে লেখাপড়ার উদ্দেশ্যে বিদেশে আসতে চায় তাদের জন্য এস্তনিয়ায়  হতে পারে একটা আদর্শ জায়গা। এখানে ছাত্র ছাত্রীদের জন্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। তবে অনেকেরই এগুলো সম্পর্কে সঠিক ধারনা না থাকায় এখানে আসার প্রতি তেমন একটা আগ্রহ লক্ষ্য করা যায় না।

No comments

Powered by Blogger.