Important Suggestion

১. বাংলাদেশে যে যে শপিং গুলো করবেন। 

তেমন কিছু করার দরকার নাই, কারন অজথাই বোঝা বয়ে এগুলো এখানে এনে কোন লাভ নাই। এখানে অনেক জায়গায় বাংলাদেশের চেয়ে কম দামে অনেক ভাল কাপড়চোপড় পাওয়া যায় (যেমন New Yorker)। সুতরাং, আমার মতে তেমন কোন শপিং করার নাই।


২. বিমান টিকেট এবং তাল্লিন পর্যন্ত যেভাবে আসতে পারেন।
ক। সব চেয়ে সহজ হলো Turkish Airlines এর গুলশান অফিস থেকে অন্তত দুই মাস আগে টিকেট করে ফেলা।

খ। কোন Travel agency থেকে টিকেট করা (not preferable)

৩. কি কি সঙ্গে আনবেন। 
ক। সকল ধরনের মসলা পাতি (যদি আপনি বাংলাদেশী খাবার খেতে চান)। যেমন, হলুদ, মরিচ,  ধনিয়া, জিরা ইত্যাদির গুড়া,  বিরিয়ানির মসলা, তেহারির মসলা, গরম মসলা ইত্যাদি।

খ। জাস্ট এক সেট গরম কাপড় (নিউ মার্কেট এ পাবেন), এক জোড়া জুতা, দুইটা টি শার্ট, দুইটা পেন্ট। কিন্তু মেয়েদের সকল কাপড় চোপড় বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসাই ভাল, কারন এখানে সেলয়ার কামিজ পাওয়া যায় না। তবে western পরতে পারলে, তেমন কিছু আনার দরকার নাই। 


৪. এস্তনিয়াতে যেভাবে বাসা ভাড়া করবেন।
এটা একটা চেলেঞ্জিং বিষয়। তবে নিচের গ্রুপ গুলোতে join করে নিন, বাসার আপডেট পাবেন।
ক। https://www.facebook.com/groups/240149779384739/
খ। https://www.facebook.com/groups/309361605906104/
গ। https://www.facebook.com/groups/537570133066696/

অথবা বিভিন্ন হোস্টেল এর ওয়েব সাইটে গিয়ে আপ্লিকেশন করতে পারেন। তবে মনে রাখবেন, অন্তত ৪ মাস আগে আপ্লিকেশন করতে হবে। হোস্টেল গুলোতে ভারা কম হওয়াতে সহজে খালি হয় না। ভাড়া ১০০ থেকে ২৫০ ইউরো হতে পারে।
ক। http://www.yhikas.ee/
খ। https://www.academichostel.com/en/
গ। https://www.tlu.ee/en/dormitory


৫. পার্ট টাইম জব ।
এখানে কাজের অভাব নাই, কিন্তু আপনাকে অবশ্যই কাজ জানতে হবে এবং ভাল ভাবে জানতে হবে।  যদি ভাল Programming language জানেন, তাহলে ভাল বেতন এর কাজ পাবেন, যদি ভাল ড্রাইভিং জানেন, তাহলেও কাজ আছে। যদি রান্না জানেন, বিশেষ করে সুশি, তাহলে তো আর কথাই নাই। কিন্তু কথা হল, যাই শিখবেন, অনেক ভাল ভাবে শিখতে হবে।

৬. এস্তনিয়া তে  বাজার সদাই এর কি অবস্থা ।
বাংলাদেশের তুলনায় বাজারের দাম থিকই আছে। ১ কেজি চাল ৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, আলু ৩০-৫০ টাকা কেজি। তেল সস্তা আছে। ডাল, ডিম একটু দাম বেশি। তবে চেনা সাক সবজি এখানে পাবেন না। কমন যে গুলো আছে, তার মদ্ধে, আলু, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, ফুল কপি, বাধা কপি, গাজর, শসা। বাকি গুলা মুটামুটি অপরিচিত।

৭. কি করবেন আর কি করবেন না।
যা মনে চায় করেন, কোন সমস্যা নাই। শুধু ট্রাফিক আইন ভাঙবেন না এবং পালিয়ে যাওয়ার চিন্তা করবেন না। তাহলেই হল। দুইটা মসজিদ আছে, সুতরাং নামাজ আদায় করতে পারবেন। খ্রিষ্টান দের জন্য চার্চ আছে অনেক,  তবে হিন্দু বা বুদ্ধদের জন্য কোন মন্দির নাই।

৮. টয়লেট সম্পর্কিত বিশেষ সতর্কতা । 
ইউরোপ এ ঢুকার পর কেন জানি সকল টয়লেট এ হ্যান্ড সাওয়ার অথবা water pot (বদনা) গায়েব হয়ে যায়। অর্থাৎ টয়লেট গুলোতে পানি ব্যাবহার করার কোন ব্যবস্থা নাই। সুতরাং, বড় বা ছোট, যেটাই করেন না কেন, বিকল্প ব্যবস্থা করে তার পর টয়লেট এ যান।

No comments

Powered by Blogger.