এস্তনিয়াতে উচ্চ শিক্ষা ও কিছু জরুরী প্রসঙ্গ ।

আপিন উচ্চ শিক্ষার জন্য এস্তনিয়া যেত চান,  এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এ উদ্যোগটিকে কার্যকর ও ফলপ্রসূ করেত হলে বাস্তবসম্মত ও নিখুঁত পিরকল্পনা প্রয়োজন।এস্তনিয়ায় উচ্চিশক্ষা গ্রহেণর ইচ্ছা বাস্তবায়েনর সম্ভাবনা প্রায় প্রতিদিনই বাড়েছ। যিদ এই বিষটি সম্পর্কে কছু পূর্ব শর্ত এবং প্রিতবন্ধকতা সম্পর্কে  আপনার স্বচ্ছ ধারনা থাকে, তবেএ ধরেনর সম্ভাবনা আপনার জন্য সফলতা বয়ে আনেব। মনে রাখবেন, এটা একটি উদ্দ্যোগ। যে কোন উদ্দ্যোগের মতই এখানে জড়িত আছে আপনার বা আপনার পরিবারের কষ্টার্জিত অর্থ, আপনার মেধা ও মনন, দক্ষতা ও নিষ্ঠা এবং এ সম্পদ গুলো আপনি ব্যবহার করেছেন এমন একটি ক্ষেত্রে যেখানে সম্ভাবনার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও বিদ্যমান। উদ্দ্যোগটি সফল করার জন্য প্রথমেই প্রয়োজন বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন, নিজের সম্পর্কে পর্যালোচনা ও মূল্যায়ন, সর্বোপরি পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহন। আরও জানতে এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.