Study in Estonia


এই লিখাটি শুধু মাত্র তাদের জন্য যারা অলরেডি ঠিক করে ফেলেছেন যে এস্তনিয়াতেই পড়তে আসবেন। চলুন জেনে নেয়া যাক এস্তনিয়ার উচ্চশিক্ষার সিস্টেম কেমন।


এস্তনিয়াতে পাঁচ স্তরে উচ্চশিক্ষা দেয়া হয়।
১. প্রফেশনাল হাইয়ার এডুকেশন স্টাডি
২. ব্যাচেলর্স স্টাডি
৩. ইন্টিগ্রেটেড স্টাডি প্রোগ্রামস অফ ব্যাচেলর্স অ্যান্ড মাস্টার্স স্টাডি
৪. মাস্টার্স স্টাডি এবং
৫. ডক্টরাল স্টাডি।

এস্তনিয়ার জন্য সবাই মাস্টার্স প্রোগ্রামকেই সিলেক্ট করে থাকেন। এটার মূল কারণ হলো মাস্টার্স প্রোগ্রাম বেশির ভাগই ২ বছরেরে জন্য হয়ে থাকে। এস্তনিয়ায় মাস্টার্স  স্টাডি শেষে আপনি পাবেন ৬ মাসের জন্য জব সার্চিং ভিসা। কোন জব থাকলে এবং আপনি যদি ট্যাক্স পরিশোধ করতে পারেন, তাহলে আপনি আরও ৫ বছরের জন্য ভিসা পাবেন।

আর যদি আরও স্টাডি করার ইচ্ছা থাকে তাহলে কোন প্রফেসর কে পটিয়ে পি এইচ ডি এর জন্য চেষ্টা করতে পারেন। আপনার যদি এস্তনিয়ার মাস্টার্স থাকে আর যদি মাস্টার্স এর রেজাল্ট ভাল থাকে এবং রিসার্চ এর জন্য ভাল কোন সাব্জেক্ট বের করতে পারেন, তাহলে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েও যেতে পারেন, মিনিমাম ৬৫০ ইউরো পাবেন মাসিক এলাওএন্স।

যাইহোক মাস্টার্স প্রোগ্রাম এ আসার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে চলুন এবার সেগুলা দেখি।


খোজ খবর (টাকা পয়সার😉)

শিক্ষার্থিদের বিশেষ করে খরচের ব্যাপারটা ভালভাবে মাথায় রাখা উচিত। এক্ষেত্রে যারা স্কলারশিপ নিয়ে পড়তে যাবেন তাদেরকে যে বিষয় গুলো ভাবতে হবে-

    * স্কলারশিপের মেয়াদ কত এবং নবায়ন করা যাবে কিনা, যদি যায় তবে কি ধরনের যোগ্যতার ভিত্তিতে?
    * স্কলারশিপের অর্থে কি কি খরচ করা যাবে?
    * এস্তনিয়ার জীবন যাত্রা কেমন এবং আপনার পক্ষে স্কলারশিপের অর্থে তা নির্বাহ করে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব কি না?

যারা নিজ খরচে পড়াশোনা করতে যাবেন তাদের যে বিষয় গুলো ভাবতে হবে-
আপনার পছন্দের কোর্সটিতে সর্বমোট খরচ কত এবং কিভাবে পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইল করলে তারা মোট খরচের একটি খসড়া হিসাব ও পরিশোধের পদ্ধতি জানিয়ে দেবে। এতে যে বিষয়গুলো সাধারনত অন্তর্ভূক্ত থাকবে সেগুলো হলো- টিউশন ফি, আবাসন খরচ, খাবার খরচ, বইপত্র বাবদ খরচ, ইন্স্যুরেন্স খরচ ইত্যাদি।

    * খরচ গুলো কমানোর কোন বিকল্প উপায় আছে কিনা। যেমন- অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের হলে না থেকে কোন পরিবারের সাথে থাকলে খরচ কম লাগে। আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে ২ সেমিস্টারের টিউশন ফি একসাথে দিলে কিছুটা কমিশন বা ছাড় পাওয়া যায়।
    * আর্থিক সহায়তা, ঋণ বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তবে কি যোগ্যতার ভিত্তিতে।
    * দেশটির জীবনযাত্রা কেমন ব্যায়বহুল এবং আপনার পক্ষে তা নির্বাহ করে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব কি না ইত্যাদি ইত্যাদি......। 

যাইহোক সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো, এস্তনিয়ার মাস্টার্স প্রোগ্রাম এর খরচ এবং সেখানে থাকার জন্য প্রতি মাসে কত খরচ হতে পারে সে বিষয়ে খোজ খবর নিতে হবে। চলুন এ বিষয়ে আপনাকে কিছু খোঁজখবর দেই।

বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভেদে মাস্টার্স প্রোগ্রাম এর খরচ বিভিন্ন রকম হয়ে থাকে এবং প্রতি বছরই সেটা পরিবর্তন হয়। ২০১৯ সালের একটা আনুমানিক বিভিন্ন প্রোগ্রাম এর খরচ সম্পর্কে একটি আইডিয়া দিলাম সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রোগ্রামের বিস্তারিত খোজ খবরও দেয়া হল।

Estonian Academy of Arts

Estonia, Tallinn    See a map
Estonia pst. 7, Tallinn

অন্যান্য প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন। 




Estonian Academy of Music and Theatre

Estonia, Tallinn    See a map
Tatari 13, Tallinn 10116, Estonia
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন। 



Estonian Business School

Estonia, Tallinn  
A. Lauteri 3, 10114 Tallinn, Estonia
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।



Estonian Entrepreneurship University of Applied Sciences

Estonia, Tallinn   
Suur-Sõjamäe 10a, 11415 Tallinn, Estonia

প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।





EuroAcademy

Estonia, Tallinn    See a map
Tondi 55, Tallinn 11316
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।


Tallinn University

Estonia, Tallinn    See a map
Narva mnt 25, 10120 Tallinn Estonia
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।



Tallinn University of Technology (PhD)

Estonia, Tallinn    See a map
Ehitajate tee 5, 19086 Tallinn
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।




TalTech University


Estonia, Tallinn    See a map
Ehitajate tee 5, 19086 Tallinn
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।





Estonian University of Life Sciences


Estonia, Tartu    See a map
Kreutzwaldi 1
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।




University of Tartu


Estonia, Tartu    See a map
Ülikooli 18, Tartu 50090, Estonia
প্রোগ্রাম এর খরচ কত সেটা এখানে ক্লিক করে জেনে নিন।


প্রোগ্রাম এর খরচ কত  সেটার তো মোটামোটি একটা আইডিয়া পেয়েছেন আশা করি। চলুন এবার থাকা খাওয়ার বিষয়ে একটু খোজ খবর নেই।

অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের নিজেদের ড্রম (হোস্টেল/ ডরমেটরি) আছে। আপনার কাথা বালিশ বা অন্যান্য কিছুই কিনতে হবে না।  ৪ জনের এক রুমে একটা সিট ভাড়া পরবে ১৫০ ইউরো, ২ জনের রুমে এক সিটের ভাড়া পরবে ২০০ ইউরো, সিঙ্গেল রুমের ভাড়া পরবে ২৫০- ৩৫০ ইউরো প্রতি মাস। ইউটিলিটি বিল কিছু কিছু প্রতিষ্ঠান আপনার কাছ থেকে নিবে না, আবার কিছু কিছু প্রতিষ্ঠান অবশ্যই নিবে। এস্তনিয়াতে স্টুডেন্টদের জন্য সেমিস্টার ভিত্তিতে অনেক ফ্ল্যাট ও ভাড়া দেয়। এক রুমের জন্য ২০০-৪৫০ ইউরো পর্যন্ত ভাড়া পরবে।  শীত কালে আপনার সিট ভাড়ার সাথে হয়ত আরও ২০-৫০ ইউরো পর্যন্ত দিতে হতে পারে।  ফ্ল্যাট বা ডরমেটরি, যেখানেই থাকেন না কেন, আপনাকে ১ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হবে। অনেক জায়গায় ৬ মাসের টা এক সাথে পরিশোধ করতে হয়।  তাল্লিন এ বাস ভাড়া ফ্রি। চাল, মশলা, কাঁচা বাজার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পরবে প্রচুর। ১ সপ্তাহের বাজার খরচ মিনিমাম ১৫ ইউরো থেকে ৩০ ইউরো। মোট কথা হলো ১ জনের থাকা খাওয়া বাবদ প্রতি মাসে বাংলাদেশী টাকায়  মিনিমাম ৩০,০০০ টাকা খরচ হবে।  





No comments

Powered by Blogger.